আজ || মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন       গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল    
 


গোপালপুরে ছাত্রলীগ নেতা শহীদ ইমরান ও আব্দুস সালাম মিল্টনের মৃত্যুবার্ষিকী পালিত

কে এম মিঠু, গোপালপুর :

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, ঢাকা কলেজের বাংলা অনার্স চতুর্থ বর্ষের ছাত্র শহীদ ইমরান হোসেন’র ৫ম মৃত্যুবার্ষিকী ও যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মিল্টনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গত ১৯ মার্চ সোমবার থেকে ২২ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে গোপালপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, মানববন্ধন, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল, কালো ব্যাচ ধারণ, শহীদ ইমরান এবং প্রয়াত আব্দুস সালাম মিল্টনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভার মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো. মঞ্জুরুল হক ফরিদের সভাপতিত্বে স্মরণ সভায় অংশ নেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জব্বার সরকার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মো. শফি তালুকদার, বিআরডিবি চেয়ারম্যান বাবলু আকন্দ, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান তালুকদার, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বিমান, মো. আকতারুজ্জামান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রনজু, রাসেল কবির, শহীদ ইমরানের মা-বাবা ও ছোট ভাই মো. ইকরাম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, শফিকুল ইসলাম শফিক, শেখ রাসেল, মনিরুজ্জামান টিপু, ফরিদুল ইসলাম ফরিদ, শুভ আহম্মেদ, সিয়াম, অয়ন, এনামুল হক, আলমগীর রানা, ইকবাল হুসাইন, মানিক চক্রবর্তী, মিলন হাসানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ মার্চ মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বিএনপি-জামায়াতকর্মীদের হামলায় ইমরান হোসেন (২৯) নিহত হয়। ঐদিন ভোরে আওয়ামীলীগ ও ছাত্রলীগকর্মীরা দলীয় অফিস থেকে হরতাল বিরোধী একটি মিছিল নিয়ে পৌরশহরের তামাকপট্রি এলাকায় গেলে বিএনপি-জামায়াত কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালিয়ে ইমরানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের চারকর্মীকে আহত করে। গুরুতর আহত ইমরানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এবং প্রয়াত আব্দুস সালাম মিল্টন ২০১৫ সালের ২২ মার্চ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাবস্থায় মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!