কে এম মিঠু, গোপালপুর :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শনিবার (১৭ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জোত আতাউল্যা গ্রামের ভূইয়াবাড়ীতে দিনব্যাপী এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মানবসেবার মহান ব্রতে ও দুঃস্থ গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ওয়াল্টনের ডেপুটি ডিরেক্টর মো. সোহেল রানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিভিন্ন রোগের উপর চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাভার গণস্বাস্থ্য মেডিকেলের সহযোগী অধ্যাপক ডাঃ কায়কোবাদের নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেয়াসহ ঢাকা থেকে আগত সন্ধানীর একটি চিকিৎসক দল ক্যাম্পে রক্তের গ্রুপ, ব্লাডপ্রেসার, ডায়াবেটিক পরীক্ষা কাজে নিয়োজিত ছিলেন।
ক্যাম্পেইনের প্রধান উদ্যোক্তা মো. সোহেল রানা জানান, গ্রামের দুঃস্থ গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ধারাবাহিকভাবে আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে। স্কুল শিক্ষক রফিকুল ইসলাম এ মেডিক্যাল ক্যাম্পের মহতী আয়োজনকে মানবসেবার উজ্জল দৃষ্টান্ত বলে অভিমত প্রকাশ করেন। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক অমিত হাসান, আসিফ, হবিবুর, রেজাউল করিম, রুবেল, বিপ্লব, তানভীর, রনজুসহ বেশ কিছু তরুণ মেডিক্যাল ক্যাম্পেইন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেন।