কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিলসহ সমাবেশ অনুষ্ঠিত।
শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি গোপালপুর উপজেলা শাখার আয়োজনে রোববার (১১ মার্চ) থানা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা নির্বাহী কার্যালয়ের সম্মুখে গিয়ে সমাবেশ করে শিক্ষক নেতারা বক্তব্যের মাধ্যমে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক শফিক তালুকদার, সহসভাপতি মনিরুজ্জামান, নুরুল ইসলাম মিয়া, মাহমুদা আক্তার, জেনারেল মাদ্রাসা শিক্ষক এসোসিয়েশনের গোপালপুর শাখার সভাপতি কে এম শামীম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে ১১ মার্চ থেকে অবিরাম ধর্মঘট শুরু হয়েছে। আগামি ১৪ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রিয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।