আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে ডিমে ভিক্ষা দিয়ে প্রতিবাদ

কে এম মিঠু, গোপালপুর :

দু’পয়সা আয়রোজগারের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্নে ব্যাংক থেকে ঋণ নিয়ে পল্ট্রিফার্ম করেছিলেন শিক্ষিত বেকার হায়দার আলী। কিন্তু সম্প্রতি বাজারে ডিমের দাম অস্বাভাবিক হারে নেমে যাওয়ায় প্রতিনিয়ত লোকসান দিতে হচ্ছে তাকে।

আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে ছিল ভিক্ষাবার (সপ্তাহের এই নির্দিষ্ট দিনে ফকিরমিসকিনকে ভিক্ষা দেয়া হয়)। ডিমের তেমন ক্রেতা না থাকায় মনের ক্ষোভে পৌরশহরের কোনাবাড়ি বাজারে নিজ দোকান থেকে ভিক্ষুকদের মধ্যে ডিম ভিক্ষা দেন সারাদিন। দুই শতাধিক ভিক্ষুক দোকানে ডিম ভিক্ষার জন্য ভিড় জমায়।

জানা যায়, গোপালপুর উপজেলায় চারশতাধিক খামারীর পল্ট্রিফার্মে প্রায় আট লক্ষাধিক মুরগী রয়েছে। সব ফার্ম খামারীর একই ইতিহাস। কেউ বিদেশ ফেরত। কেউ ব্যাংক ঋণ করে বা একমাত্র আবাদী জমি বিক্রি করে পল্ট্রিফার্ম ব্যবসায় নেমেছেন। ডিমের দাম কমে যাওয়ায় সবাই লোকসান দিচ্ছেন।

হায়দার আলী জানান, একটি ডিম উৎপাদনে খরচ পড়ে সাড়ে পাঁচ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে চার টাকা থেকে বড় জোর চার টাকা বিশ পয়সায়। ভিখারিরা যেখানে দুই টাকার নিচে ভিক্ষা নিতে চায়না। তাই টাকার পরিবর্তে ডিম দিয়ে ভিক্ষা দেয়ার পাশাপাশি প্রতিবাদও জানাচ্ছি। তিনি আরও জানান, বর্তমানে মুরগীর খাদ্য, ঔষধপত্র ও আনুসঙ্গিক সরাঞ্জামের মূল্যবৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ। কিন্তু ডিমের দাম কমে যাওয়ায় উপজেলার অনেক খামারী হতাশায় খামার বন্ধ করে দিয়েছে।

খুররম খান রাসেল নামক এক খামারী বলেন, সরকার এখন অনেক স্কুলে মিড ডে মিল চালু করেছেন। সেখানে বিস্কুট বা অন্য সস্তা খাবারের পরিবর্তে ডিম দেয়া হলে শিশুদের যেমন পুষ্টির অভাব দূর হতো, তেমনি ডিমের নতুন বাজার সৃষ্টি হতো। তাছাড়া বিদেশী ব্যবসায়ীরা এদেশে এসে বাচ্চা ও ডিম ফুটানোর হ্যাচারীর অনুমোদন নিয়ে অবৈধভাবে ডিম উৎপাদন ব্যবসায় নামায় পল্টিতে অসম প্রতিযোগিতা শুরু হয়েছে। বিদেশে ডিম রপ্তানির ব্যবস্থা না থাকায় উৎপাদিত ডিম বাজারজাত হচ্ছেনা। ক্রেতার অভাবে পচে নষ্ট হচ্ছে। সারাদেশের ক্ষুদ্র ও মাঝারী পল্ট্রিফার্ম খামারীদের অচল অবস্থা নিরসনে সরকারসহ বিবিএ, আহকাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততার সাথে সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে উপজেলা পশুসম্পদ অফিসে যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!