কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে পূর্বশত্রুতায় পরিকল্পিতভাবে নুরুল ইসলাম (৫৫) নামক এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল আটাপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ একই এলাকার মৃত গফুরের ছেলে আব্দুস ছালাম ও আব্দুল গণির ছেলে আলামীন নামক দু’জনকে আটক করেছে।
পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার এশার নামাজ আদায় করে স্থানীয় মুদি দোকানে চা পান করতে যায় নিহত নূরুল ইসলাম। সেখানে পূর্বপরিকল্পনানুযায়ি উৎ পেতে থাকা ৭/৮ জনের একটি দূর্বৃত্তের দল নূরুল ইসলামকে দেশীয় অস্ত্রদ্বারা এলোপাথারীভাবে পিটিয়ে অজ্ঞানবস্থায় রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত নূরুল ইসলামকে উদ্ধার করে ভ্যানগাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওয়া দিলে দূর্বৃত্তরা গাছেরগুড়ি ফেলে পথ আটকিয়ে আহত নূরুল ইসলামের সাথে হাসপাতালে রওনা হওয়া স্বজনদেরকেও বেদম প্রহার করে। পরে আহত নূরুল ইসলামকে নিয়ে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে বারোজনকে আসামী করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অল্পসময়ের মধ্যেই পালিয়ে থাকা আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।