কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে দরিদ্র ও অসহায় শীর্তাত শ্রমিকদের মাঝে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তানভীর হাসান (ছোট মনির) কম্বল বিতরণ করেছেন।
আজ সোমবার গোপালপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে পৌরশহরের গোহাটি মাঠে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়।
তানভীর হাসান (ছোট মনির) জানান, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার গণমানুষের জন্য বিভিন্ন সেবাসহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নে লক্ষে সমৃদ্ধ দেশ গড়ার কাজে অবিরাম কাজ করে যাবেন বলেও তিনি জানান।
কম্বল বিতরণকালে পৌর মেয়র রকিবুল হক ছানা, জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি মো. বালা মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান, গোপালপুর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লাল মিঞা, সাধারণ সম্পাদক আশরাফুল কবির আজাদ, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাঈদ রুবেল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ইকবাল হোসাইনসহ স্থানীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।