আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা : কর্মদক্ষতা আর শ্রেণিকক্ষে সুদক্ষভাবে পাঠদানে অবদান রাখায় টাঙ্গাইলের ঘাটাইল পৌরশহরের ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব পাল শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন মানদন্ড যাচাইবাচাই ও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের ফলাফলের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে পৌরশহরের নারী শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) বাসুদেব পালকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে নির্বাচন করেন।

বাসুদেব পাল ঘাটাইল উপজেলার পাশ্ববর্তী উপজেলা গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ এবং ময়মনসিংহ সরকারী টিচার্স টেনিং কলেজ থেকে বিএড ও এমএড ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ কাব্যতীর্থে উপাধি ডিগ্রী লাভ করাসহ বিভিন্ন কোর্স থেকে ইংলিশ ল্যাংগুয়েজ এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ছোটকাল থেকেই স্থানীয় ও জাতীয় পত্রিকা, ম্যাগাজিনে সমসাময়িক প্রবন্ধ, গল্প, কবিতা লেখালেখির পাশাপাশি একজন ভাল আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবে তিনি সুনাম অর্জন করাসহ শিক্ষক সুলভ আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি প্রিয় শিক্ষক হিসেবে স্থান করে নিয়েছেন।

ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক বাসুদেব পাল মা বাবার বড় সন্তান। শিক্ষকতার মহান পেশায় সাফল্যের সাথে নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সকলের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করেছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার কৃতিত্বটি তিনি তার স্বর্গীয় বাবা বলরাম পালকে উৎসর্গ করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!