নিজস্ব সংবাদদাতা : মাদক গ্রহন থেকে বিরত থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ার লক্ষে আয়োজিত টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে খরুরিয়া প্রিমিয়ারলীগের উদ্যোগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকার স্টার ক্লাবকে হারিয়ে খরুরিয়া স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
উক্ত ফাইনাল খেলায় নগদাশিমলা ইউনিয়ন বিএনপি’র ৯নং ওয়ার্ড সম্পাদক মো. জালাল সরকারের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টুর্ণামেন্টের আয়োজক ও জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম খান তারেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ মন্ডল, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, স্থানীয় ছাত্রদল নেতা ফিরোজ মিয়া, নয়ন সরকার, আরিফ হোসেন, জিয়াউর রহমান, সুমন, সজীব, শান্ত খান, অনিক ও হাদিরা ইউনিয়ন ছাত্রদল নেতা তারিফ মন্ডল প্রমূখ।