নিজস্ব সংবাদদাতা : মাদক গ্রহন থেকে বিরত থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ার লক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ব্যতিক্রধর্মী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের রাজঘাট পাড়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চরশিমলা প্রিমিয়ারলীগের বিদ্যুৎ একাদশ সুজন একাদশকে হারিয়ে জয়লাভ করে।
পলশিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টুর্ণামেন্টের আয়োজক ও জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম খান তারেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগনাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজের প্রভাষক মো. মোস্তফা কামাল, শিমলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. হাকিম, হাদিরা ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, সোহরাব হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।