নিজস্ব সংবাদদাতা : শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে শাহীন স্কুল কর্তৃক ‘সেফ ফাউন্ডেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার থানা মোড় সংলগ্ন শাহীন স্কুল এন্ড কোচিং গোপালপুর শাখায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপজেলার ২০টি প্রায় সাত’শ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
গোপালপুর শাখা পরিচালক বাবুল হোসেন জানান, কেন্দ্র ভিত্তিক উপজেলায় ট্যালেন্টপুলে ৪%, সাধারণ ৪%, সাধারণ (স্কুল ভিত্তিক) ১২%, মোট ২০% শিক্ষার্থী বৃত্তি পাবে। বৃত্তিপ্রাপ্তরা শর্তবিহীন নগদ অর্থ, আকর্ষনীয় ক্রেস্ট ও মূল্যবান সনদসহ পঞ্চম শ্রেণির ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবে গোল্ড মেডেল। এছাড়াও উপজেলার নির্বাচিত সেরা ৩ থেকে ৫টি স্কুল পাবে আকর্ষনীয় পুরস্কার।