কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাল্য বিয়ে বন্ধ করি, শিশু অধিকার সুরক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দিনব্যাপী এ আলোচনা সভার আয়োজন করে।
সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক এএসএম গোলাম জাকারিয়া, এলাকা ব্যবস্থাপক মো. ইউনুস আলী ভূঁইয়া, উপজেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন প্রমূখ।
কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনায় কাজী, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, উন্নয়ণকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।