কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালপুর কলেজের সাবেক ভিপি গোপালপুর পৌরশহরের সমেশপুর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্দুল কাদের কবির উজ্জলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা বিএনপি ও শহর শাখার আয়োজনে আজ শুক্রবার বাদ আসর স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, জেলা বিএনপির সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, গোপালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা খোরশেদুজ্জামান মন্টু, গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বিএনপি নেতা কাজী লিয়াকত, আমিনুল ইসলাম, আবু ঈসা মুনিম, সাইফুল ইসলাম লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল হক সুমন, সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আব্দুল কাদের কবির উজ্জল (৬০) গত ৩১ অক্টোবর মঙ্গলবার ভোর পাঁচটায় পৌরশহরের সমেশপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন।