কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের গোপালপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উসকানি দেয়ার অভিযোগে বিলাশ পাল নামক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকালে গোপালপুর থানা পুলিশ ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করে। দুপুরে টাঙ্গাইল আদালতে চালান দিলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।
এদিকে মসজিদ নিয়ে কটুক্তকারী বিলাশ পালের ফাঁসির দাবীতে আজ বুধবার বাদ যোহর পৌরশহরের গোহাটি জামে মসজিদ সংলগ্ন সর্বস্তরের মুসলমানবৃন্দ এর ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মহিউদ্দিন, মুফতি ইমদাদুল হক ফরাজী, মুফতি আবু রায়হান প্রমূখ। সমাবেশে বক্তারা আদালতের কাছে পবিত্র মসজিদ নিয়ে কটুক্তকারী কুলাঙ্গার বিলাশ পালের ফাঁসিসহ ভবিষ্যতে পূজার নির্দিষ্টস্থান ছাড়া গোপালপুর বাজার ও ব্যস্ততমস্থানে পূজা আয়োজন, শোভাযাত্রার নামে মদ পান করে রাস্তায় উলঙ্গভাবে নাচানাচি ও আজান এবং নামাজের সময় গানবাজনা ঢাকঢোল বাজানো বন্ধ রাখার জন্য পূজা কমিটি ও প্রসাশনের কাছে দাবী তুলে ধরেন। আর এসব দাবী না মানলে কঠোর পদক্ষেপের হুশিয়ারী ব্যক্ত করেন।
ওসি হাসান আল মামুন জানান, বিলাশ পাল গোপালপুর পৌর শহরের পালপাড়ার বাসিন্দা বিমল পালের পুত্র। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৬৯ ব্যাচের ছাত্র বিলাস পাল সেখানকার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার তদন্তকারি দারোগা হাসান জামিল খান জানান, গত ১ অক্টোবর পৌরশহরের পালপাড়া পুজা মন্ডপের শারদীয় দুর্গা প্রতিমা বিসর্জনের পুর্বে এক শোভাযাত্রা থেকে মসজিদ নিয়ে কটুক্তি করেন বিলাশ পাল। কয়েক যুবক সেটি ভিডিও করে ফেইসবুকে আপলোড করেন। এরপর সেটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে পৌর শহরে চরম উত্তেজনা দেখা দেয়। সাম্প্রদায়িক দাঙ্গার আশংকায় শহরে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দারোগা আব্দুল হান্নান বাদী হয়ে বিলাশ পালকে আসামী করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গার উসকানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন।