কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
আগামীকাল ৩০ সেপ্টেম্বর শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর-পানকাতা গণহত্যা দিবস।
জানা যায়, ৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর একটি দল প্রায় দুইশতাধিক রাজাকার ও আলবদর সদস্যকে নিয়ে গোপালপুর উপজেলা সদর থেকে শিমলা হয়ে মাহমুদপুর গ্রামে আসে। হানাদাররা বঙ্গবন্ধুর সহচর ও নির্বাচিত এমএনএ হাতেম আলী তালুকদারের বাড়িতে প্রথম অগ্নিসংযোগ করে। পরে শুরু করে লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ।
হানাদার বাহিনী চাতুটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছলে ধনবাড়ি উপজেলার পানকাতা হাইস্কুল প্রাঙ্গনে অবস্থান করা কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার হুমাযূন বেঙ্গলের নেতৃত্বে স্বল্পসংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু যুদ্ধের রসদ ফুারিয়ে গেলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। এরপর হানাদার বাহিনী এলাকায় নরহত্যা শুরু করে।
তারা শতাধিক নিরীহ মানুষকে আটক করে পানকাতা গ্রামের ঈদগাঁহ মাঠে নিয়ে ব্রাশ ফায়ার করে। এদের মধ্যে ২৩জন শহীদ হন। অবশিষ্টরা গুরুত্বর আহত হয়। নিহতদের মধ্যে এমএনএ হাতেম আলী তালুকদারের কনিষ্ঠ ভ্রাতা হায়দার আলী তালুকদার ছিলেন অন্যতম। হতাহতরা পঙ্গু হয়ে অনেকেই এখনো বেঁচে রয়েছেন।
মাহমুদপুর গণহত্যা দিবস পালন কমিটি ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন জানান, দিবসটি স্মরণ উপলক্ষে পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আগামীকাল শনিবার সকাল ১১ ঘটিকায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে তিনি আহ্বান জানান।