বাংলাদেশ টাইমসঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ঢাকা মহানগরকে নিয়ন্ত্রণ করার জন্যই সন্ত্রাসী বিকাশকে মুক্তি দেওয়া হয়েছে। কোন মন্ত্রীর তত্ত্বাবধানে বিকাশকে ছাড়া হয়েছে ?
নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আজ সোমবার প্রতীকী অবস্থান ধর্মঘটে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এ ধর্মঘটের আয়োজন করে।
রফিকুল ইসলাম দাবি করেন, সরকারের উচ্চপর্যায়ের তদবিরে বিকাশকে ছেড়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ে এ নিয়ে একাধিক বৈঠক হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপিতে কথোপকথন বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এতে প্রমাণিত হয় এ বিচার স্বচ্ছ হচ্ছে না। জনগণকে বিভ্রান্ত করতে বিচারের নামে প্রহসন চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় আজ আট মাস পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আট মাসে তাঁর সন্ধান দিতে পারেননি। পুলিশও তাঁর সন্ধান দিতে পারেনি। ইলিয়াসকে সরকার গুম করেছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম।