নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরের মেধাবী ছাত্রনেতা ও জাপান ছাত্রলীগের সভাপতি এসএম হাসান এর অসুস্থ মায়ের খোঁজখবর নিতে বারডেম হাসপাতালে গেলেন বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ।
গত ২ জুলাই ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হওয়া গোপালপুর উপজেলার কৃতিসন্তান জাপান ছাত্রলীগের সভাপতি এসএম হাসান ও আমার সংবাদ পত্রিকার গোপালপুর সংবাদদাতা মো. সোহেল রানার অসুস্থ মা হাসিনা বেগমের খোঁজখবর নিতে গতকাল বারডেম হাসপাতালে গিয়ে দেখা করেছেন কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। বারডেম ও ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার একেএম শাহিন আহম্মেদের তত্ত্বাবধানে চিকিৎসা নেয়া অসুস্থ মায়ের দেখাশোনার জন্য ডাক্তার এবং নার্সদের সাথে তিনি কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাজন, কেন্দ্রিয় ছাত্রলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো. ইমরানসহ ঢাকা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বারডেম হাসপাতালের ১১ তলার ১১১২ নম্বর কেবিনে ভর্তি হওয়া অসুস্থ মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য কেন্দ্রিয় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, জাপান ছাত্রলীগ সভাপতি এসএম হাসান ও আমার সংবাদ পত্রিকার গোপালপুর সংবাদদাতা মো. সোহেল রানা দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেন।