কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত থানা মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন এর সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন, পৌর মেয়র রকিবুল হক ছানা, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সোবহান তুলা, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, গোপালপুর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. রফিকুল হকসহ সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সুশীলসমাজের প্রায় শতাধিক অতিথি উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপন করেন গোপালপুর থানার এসআই মো. হাসান জামিলুর রহমান জামিল।