নিউজ ডেক্স : ১৯৯৬ সালের এই দিনে টাঙ্গাইলের ৬টি উপজেলার ৪০টি গ্রামসহ গোপালপুর উপজেলার আলমনগর ও মির্জাপুর ইউনিয়নের বরভিটা, বরখালী, মির্জাপুর, জয়নগর, আলমনগর, দিঘলহাটা, বরশিলাসহ প্রায় ১১টি গ্রামে টর্নেডো আঘাত হানে।
টর্নেডোর আঘাতে প্রায় এক হাজার লোক নিহতসহ প্রায় ১৪ হাজার মানুষ আহত এবং অসংখ্য গবাদি পশু পাখি মারা যায়।
এই দিনটির কথা মনে হলে এখনও অনেকেই শিউরে উঠেন।