আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


কক্সবাজারে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত কিশোর জিমের গ্রামের বাড়ি গোপালপুরের ডুবাইলে শোকের ছায়া

কে এম মিঠু, গোপালপুর :

কক্সবাজারের চকরিয়া মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর মো. জিম বাবু (১৬) নিহত হওয়ার ঘটনায় তার গ্রামের বাড়ি গোপালপুর পৌরশহরের ডুবাইলে নেমে এসেছে শোকের ছায়া।

ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র নিহত জিম টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামের ইমরান হোসেন লিটনের সন্তান।

আজ বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছে মাইক্রোবাসের আরও সাত যাত্রী। আহত যাত্রীদের মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর তিনজনকে কক্সবাজার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মো. মাঈনুদ্দিন জানান, গত সোমবার টাঙ্গাইল থেকে মাইক্রোবাসে করে ১০ জন পর্যটক কক্সবাজারে বেড়াতে আসেন। আজ ভোরে তাঁরা ওই মাইক্রোবাসে কক্সবাজার থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। সকাল ছয়টার দিকে মাইক্রোবাসটি চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় যাত্রীবাহী বাসকে পাশ কাটানোর সময় বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে এই হতাহত হওয়ার ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান বলেন, জিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!