কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৪নং নগদা শিমলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম আবুল কালাম জুরাত এর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ৪নং নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মাঠে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মাস্টারের সভাপতিত্বে উক্ত শোক সভায় উপস্থিত থেকে দোয়া মাহফিল ও তাঁর কর্মময় জীবনের উপর আলোচনায় অংশনেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, প্রয়াত কে এম আবুল কালাম জুরাত এর বড় ভাই সিনিয়র আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম আবদুস সালাম, আইনবিষয়ক সম্পাদক এস আকবর খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির), গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌরসভা মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।