আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১.৮ বছর

নিউজ ডেস্ক : প্রতি বছরই বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ দশমিক ৮ বছর। এই আয়ুর হিসেবে বিশ্বে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। আর সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে তৃতীয়।
সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হেলথ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত কয়েক বছরে স্বাস্থ্যখাতের উন্নয়ন এ গড় আয়ু বৃদ্ধির অন্যতম কারণ বলে এতে উল্লেখ করা হয়।
গত ১৫ বছরে দেশের মানুষের গড় আয়ু ৬ দশমিক ৫৩ বছর বেড়েছে। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তানের মানুষের গড় আয়ুর তুলনায় যা অনেক বেশি।
ভারতে মানুষের গড় আয়ু ৬৮ দশমিক ৩, পাকিস্তানে ৬৬ দশমিক ৪, মিয়ানমারে ৬৬ দশমিক ৬, নেপালে ৬৯ দশমিক ২, আফগানিস্তানে ৬০ দশমিক ৫ বছর। তবে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের তুলনায় এগিয়ে আছে শ্রীলংকা ও মালদ্বীপ। দেশ দুটির মানুষের গড় আয়ু যথাক্রমে ৭৪ দশমিক ৯ ও ৭৮ দশমিক ৫ বছর।
বিশ্বে বাংলাদেশের চেয়ে গড় আয়ুতে এগিয়ে আছে জাপান (৮৩ দশমিক ৭), অষ্ট্রেলিয়া (৮২ দশমিক ৮), আমেরিকা (৭৯ দশমিক ৩), মালদ্বীপ (৭৮ দশমিক ৫), ইরান (৭৫ দশমিক ৫), শ্রীলংকা (৭৪ দশমিক ৯), থাইল্যান্ড (৭৪ দশমিক ৫) ও সৌদি আরব (৭১ দশমিক ৮) বছর।

সার্কভুক্ত দেশ ছাড়াও গড় আয়ুর হিসেবে বাংলাদেশ নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, ইরাক, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, ভুটান, কাজাকিস্তান ও ই্উক্রেনের চেয়ে ভাল অবস্থানে রয়েছে।
গত ১৫ বছরের বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ার চিত্র:
২০০০ সালে ৬৫ দশমিক ২৭ বছর, ২০০১ সালে ৬৫ দশমিক ৮২, ২০০২ সালে ৬৬ দশমিক ৩৪, ২০০৩ সালে ৬৬ দশমিক ৮১, ২০০৪ সালে ৬৭ দশমিক ২৮, ২০০৫ সালে ৬৭ দশমিক ৭৭, ২০০৬ সালে ৬৮ দশমিক ২৪, ২০০৭ সালে ৬৮ দশমিক ৬১, ২০০৮ সালে ৬৯ দশমিক ১২, ২০০৯ সালে ৬৯ দশমিক ৫৩, ২০১০ সালে ৬৯ দশমিক ৯৪, ২০১১ সালে ৭০ দশমিক ৩১, ২০১২ সালে ৭০ দশমিক ৬৭, ২০১৩ সালে ৭০ দশমিক ১, ২০১৪ সালে ৭০ দশমিক ৩৯ ও ২০১৫ সালে ৭১ দশমিক ৪ বছর।

গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: প্রণব

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!