কে এম মিঠু, গোপালপুর : পবিত্র হজ্বের নানা অব্যাস্থাপনায় কালো তালিকাভুক্ত হজ্ব এজেন্সিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থাগ্রহণ করাসহ দোষীদের বিরুদ্ধে চলতি সপ্তাহতেই শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
রবিবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন ঐতিহাসিক স্থাপনা ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ পরিদর্শন ও মসজিদ সংলগ্ন বাদল হেলিপ্যাড এর আনুষ্ঠানিক শুভউদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরপর মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও মসজিদ প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে আলোচনা অংশ নিয়ে বলেন, ’নির্মাণাধীন এ ঐতিহাসিক ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ দেশের অন্যতম ধর্মীয় স্থাপনা। এ ধরনের উদ্যোগ সমাজের জন্য কল্যাণকর।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আসাদুর রহমান কিরণ. এ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ইউনূছ বাদল, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ।