নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার প্রদান গত ৩০ ডিসেম্বর প্রতিষ্ঠানের কাজীবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র রকিবুল হক ছানা। বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা ও পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আল মামুন উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।
প্রতিষ্ঠানের প্রজেক্ট ডিরেক্টর সাংবাদিক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক শফিকুর রহমান, গোপালপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান পিটলু, প্রভাষক মাইনুর রহমান মুক্তা, বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।