কে এম মিঠু, গোপালপুর : গোপালপুরে আব্দুল হামিদ আলাউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত আব্দুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি পরিক্ষা আজ ১৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় পৌরশহরের মেহেরুন্নেছা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার আসলামুল ইসলাম রুদ্র জানান, এবার গোপালপুর ও মধুপুর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে চতুর্থ শ্রেণির ৫শত ক্ষুদে শিক্ষার্থি পরিক্ষায় অংশ গ্রহণ করে। সংগঠনটি ২০১২ সাল থেকে এ বৃত্তির আয়োজন করে আসছে।