নিজস্ব সংবাদদাতা :
নানা কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক প্রয়াত এনামুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে প্রয়াত এনামুল হকের গ্রামের বাড়ি পৌরশহরের ডুবাইলে কোরআন খতম, কবর জিয়ারত ও বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জব্বার সরকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আল মামুন, ছাত্রলীগ আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ, শহর যুবলীগের আহবায়ক শাহাদত হোসেন, যুগ্মআহবায়ক রাসেল কবির, সাইফুল ইসলাম, সাইদুর রহমানসহ যুবলীগ, ছাত্রলীগ ও সৈনিকলীগের স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত সকলেই নিহতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর শনিবার হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে এনামুল হক মৃত্যুবরণ করেন।