নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে দুস্থ পরিবারকে সাবলম্বী করার লক্ষে হতদরিদ্র নারীদের মাঝে ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপসহ উত্তর টাঙ্গাইলের বিভিন্ন ফেসবুক গ্রুপের সহযোগিতায় ও প্রিয় টাঙ্গাইল গ্রুপের আয়োজনে ছাগল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনূস ইসলাম তালুকদার, গ্রুপ পৃষ্ঠপোষক কে এইচ মালেক, বিদেশী অতিথি জাকাও জও(চীন), গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, নাগরপুর জনতা কলেজের অধ্যক্ষ মিঞ্জুর রহমান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এ্যাসাইনমেন্ট এডিটর ইলিয়াস হোসেন প্রমূখসহ বিভিন্ন গ্রুপের এডমিনবৃন্দ।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার বলেন, ফেসবুক ব্যবহারের মাধ্যমে গ্রুপ হয়ে তরুণদের সমাজসেবামূলক কাজগুলো নিঃসন্দেহে সুখকর। এর আগেও আমার উপজেলার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আমরা গোপালপুরবাসী’ গ্রুপ কর্তৃক আয়োজিত শিক্ষা-সংস্কৃতি ও মানবসেবা মূলক বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছি। তাদের কর্মকান্ডগুলো অবশ্যই প্রশংসনীয়। গ্রুপের সফলতা কামনা করছি।
গ্রুপ পৃষ্ঠপোষক গোপালপুরের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক কে এইচ মালেক জানান, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে তরুণরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে একত্রিত হয়ে নানামূখী সামাজিক কাজ করে যাচ্ছে, আর এসব মানবসেবার কাজে তরুণদের অংশগ্রহণ আরো নিশ্চিত করতে তরুণদের পাশে তারুণ্য নিয়ে সেবার অংশ নিতে হবে। দুস্থ পরিবারকে সাবলম্বী করার লক্ষে হতদরিদ্র নারীদের মাঝে আজকের এ ছাগল বিতরণ কর্মসূচিটি ফেসবুক গ্রুপের ভালো উদ্যোগ।