নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এলজিএসপি প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে নারুচী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে নলীন নইম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে ২৪টি সাইকেল, ৭টি প্রতিষ্ঠানে ৩৩টি হোয়াইট বোর্ড ও শতাধিক মার্কারপেন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আসাদুজ্জামান এমপি। বক্তব্য রাখেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুর, বিআরডিবির চেয়ারম্যান মীর রেজাউল করিম, নারুচি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ পিন্টু চন্দ্র তরফদার, নলীন নইম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও শরীর চর্চা শিক্ষক নিয়ামত আলী খান, হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন ও নলীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা খান প্রমূখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন পরিষদ সচিব মো. আনোয়ার হোসেনসহ ইউপি সদস্য, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।