আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


বাংলাদেশ অনুর্দ্ধ ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিলো গোপালপুর উপজেলা প্রশাসন

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :

img_0169
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ অনুর্দ্ধ ১৬ নারী এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও তার সতীর্থ খেলোয়ারদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রাণী ও তার তিন সতীর্থ খেলোয়াড় গোপালপুরে পৌঁছলে উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, নির্বাহী অফিসার মাসূমুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার, সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদীগণ।
এ সময় দলের অধিনায়ক কৃষ্ণা সংবাদকর্মীদের জানায়, ‘এখন আমার একটাই লক্ষ্য, বাংলাদেশের নারী ফুটবলকে উচ্চ শিখরে নিয়ে যাওয়া।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার বলেন, দলের অধিনায়ক কৃষ্ণা রানীসহ গোপালপুরের আরও তিন খেলোয়ারদের এই সাফল্যে শুধু গোপালপুরই নয়, তাদের জন্য সারা বাংলাদেশ আজ গর্ববোধ করছে। তিনি আরও বলেন, নারী ফুটবলের এই সফলতা ধরে রাখতে অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া একান্ত প্রয়োজন।

img_0185
কৃষ্ণার স্কুল সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, আমাদের মেয়েদের এই সাফল্যে তার পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি গোটা টাঙ্গাইল আজ গর্বিত।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন জানান, শুধু কৃষ্ণাই নয়, এই স্কুল থেকে আরো পাঁচ ছাত্রী জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে।
উল্লেখ্য, এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ‘সি’ গ্রুপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশে দলের অধিনায়ক কৃষ্ণা রানী দাসের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে। কৃষ্ণা দরিদ্র ঘরে জন্ম নেয়ায় ঠিকমতো লেখাপড়ার খরচও চালাতে পারেননি তার বাবা-মা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই ভালো ফুটবল খেলত কৃষ্ণা। কৃষ্ণার এ ভালো খেলা শিক্ষকদের নজরে পড়লে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সে ভর্তির সুযোগ পায়। আর এখানেই সে খেলাধুলার নানান চর্চা ও লেখাপড়া করতে থাকে। এরপর এই স্কুল থেকেই একে একে স্থানীয় ও জাতীয় গণ্ডি পেরিয়ে আজ আন্তর্জাতিক নারী ফুটবল অঙ্গনকে মুগ্ধ করেছে বাংলার গর্ব প্রতিভাবান এই কৃষ্ণা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!