কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামে গত শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে পাঁচটি গবাদিপশুর মৃত্যুসহ দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক কড়িয়াটা গ্রামের মৃত নয়েজ উদ্দিনের ছেলে মো. আজিজুল বিশা জানান, প্রতিদিনের মতো গরু এবং ছাগল রাখার ঘরে মশার কয়েল জ¦ালিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক বারোটার সময় পোড়া গন্ধ পেয়ে দরজা খুলে দেখি গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ¦লছে। চিৎকার চেচামেচি শুরু করলে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নেভানো গেলেও গোয়াল ঘরসহ তিনটি গরু, দুইটি ছাগল ও একটি রান্নাঘরের সকল আসবাবপত্র পুড়ে প্রায় দুইলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
গ্রামের সমাজকর্মী মনিরুজ্জামান মিল্টন অসহায় দিনমজুর আজিজুল বিশার পাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন হাদিরা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।