কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানব হত্যার প্রতিবাদে ইমাম মুয়াজ্জিন সমিতি ও কওমী ওলামা পরিষদ আজ বুধবার সকাল ১০টায় থানার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুস সোবাহান তুলা, উপজেলা ইমাম মোয়াজ্জেম সমিতির সভাপতি মাওলানা যোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মুফতি ইফদাদুল্লা ফরাজী, কওমী ওলামা পরিষদের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ-সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।
মানববন্ধনে শতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং কওমী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহন করে।