নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সহপাঠক্রমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব, আলমনগর ইউপি চেয়াম্যান মো. আবদুল মোমেন, ঝোপাকান্দি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকসহ ১৪টি বিষয়ে মোট ৩৮জনকে সনদ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।