আমাদের প্রিয় গোপালপুরে এবারও বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার বন্যাকবলিত এলাকা সোনামুই, চর সোনামুই, চক ভরুয়া, ভরুয়া, কবলিবাড়ি, সোনামুই বাজার ও সোনামুই বেপারীপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। ঘরে খাবার নেই। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। সরকারি কোন সাহায্যও জোটেনি তাদের ভাগ্যে।
পান্দিবন্দি ও অনাহারি মানুষগুলো রাতদিন জীবনযাপন করছে নিদারুণ কষ্টে। কোন ত্রাণ সামগ্রী বা প্রয়োজনীয় ঔষধপত্রের আশায় তাকিয়ে আছে সরকার বা আমার আপনার দিকেই।
মানবতার সেবায় তারুণ্য ’আমরা গোপালপুরবাসী গ্রুপ’র ইভেন্টের সাথে অংশ নিয়ে আপনার নিজের সাধ্যমতো সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে বন্যার্ত নি:স্ব-অবহেলিত মানুষগুলোর পাশে কিছু শুকনো খাবার, বিশুদ্ধ পানির বোতল, পানিবাহিত রোগের ঔষধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে আপনিও আমাদের পাশে যোগ দিন।
মানবতা সেবার জয় হোক, আপনার সাহায্যার্থে হাসি ফুটুক প্রিয় মাতৃভূমির বন্যার্ত অসহায় মানুষগুলোর মুখে।
বন্যার্ত দুস্থ্য মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়াতে যোগাযোগ করুন-
মুহাম্মদ সাইফুল ইসলাম (সাবেক কাউন্সিলর ও এডমিন)- 01191435595
কে এম মিঠু (সাংবাদিক ও এডমিন)- 01764927033
আনজু আনোয়ারা ( শিক্ষক ও এডমিন)- 01718843120
রতন ঘটক (সাংস্কৃতিককর্মী ও এডমিন)- 01710761812
শেখ রশিদ (ডাক্তার ও এডমিন)- 01915624562
বিকাশ : 01764927033 (Personal)
সরাসরি সাহায্য পাঠাতে:
কে এম মিঠু, গোপালপুর প্রেসক্লাব, বাজার রোড (২য় তলা) গোপালপুর, টাঙ্গাইল।
আপনার সাহায্য পাঠিয়ে উপরোক্ত এডমিনদের মোবাইল নম্বরে তথ্য দিয়ে নিশ্চিত হোন। ধন্যবাদ।