নিজস্ব সংবাদদাতা :
সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে সুশাসনের জন্য নাগরিক-সুজন গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে গত ১৬ জুলাই শনিবার সকালে স্থানীয় থানা ব্রিজ চত্ত্বরে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য চাই’ শ্লোগানে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো: আব্দুল জব্বার, জাতীয় পার্টি (এরশাদ) উপজেলা সভাপতি মো: গিয়াস উদ্দীন, অধ্যাপক মীর আব্দুর রহীম, সংগঠনের সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গোপালপুর সম্পাদক মো: শামছুল হক মাস্টার, বিকশিত নারী নেতৃ নেটওয়ার্ক এর জেলা সভাপতি আঞ্জু আনোয়ার ময়না, বীর মুক্তিযোদ্ধা মো: তোরাব আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন বাদশা, নূর আলম, সেলিম হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন প্রমুখ।