নিজস্ব সংবাদদাতা :
গোপালপুর থানা মোড় চত্ত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালপুর শাখার আয়োজনে দেশে গুপ্তহত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ রবিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ’ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ শ্লোগানে আয়োজিত মানববন্ধনে অংশ গ্রহন করেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দে মঙ্গল, সম্পাদক শুভাস কুন্ডু, উপজেলা পুজা উদযাপন কমিটির স¤পাদক মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জব্বার, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম, সমরেন্দ্রনাথ সরকার, পিন্টু তরফদার ও পিযুষ কান্তি সাহা প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গুপ্তহত্যা বন্ধ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।