আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে পুলিশি অভিযান অব্যাহত থাকলেও থেমে নেই মাদক ব্যবসা

নিজস্ব সংবাদদাতা :

Desktop  গোপালপুর থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান অব্যাহত থাকলেও উপজেলার বিভিন্ন পয়েন্টে থেমে নেই মাদক ব্যবসা।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল জানান, সমাজ ও দেশ ধ্বংসের প্রধান কারণ মাদক। উপজেলার যে সকল মাদক ব্যবসায়ী গোপনে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ মাদকাসক্তদের হাতে বিভিন্ন রকম মাদকদ্রব্য তুলে দিচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তাদেরকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। চলতি বছরের গত মে মাসে ১১২টি জিআর, সিআর, সাজা ও গ্রেফতারি পরোয়ানাসহ হিরোইন ও ইয়াবা সমেত বেশ কিছু মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বিভিন্ন ধারায় ও মেয়াদে সাজা প্রদান করায় বর্তমানে উপজেলার বেশ কিছু এলাকা মাদকমুক্ত ও পরিবেশ স্বাভাবিক হয়েছে। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে গোপালপুর থানা পুলিশ সোচ্চার এবং এ সাঁড়াশি অভিযান অব্যহত আছে ও থাকবে।

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী বলেন, মাদকের বিষাক্ত ছোবলে উপজেলার বিভিন্ন এলাকা আক্রান্ত হলেও গোপালপুর থানার বর্তমান অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, সুশিলসমাজ ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে উপজেলার বিভিন্ন বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও থানা প্রাঙ্গণে মাদকসহ সামাজিক অপরাধ বিরোধী সভা আহ্বান করে নানা পরামর্শ ও আলাপচারিতার মাধ্যমে সবাইকে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। যার সুফল কিছুটা হলেও ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি।

উল্লেখ্য, গত মে মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মামলায় ৫ জনকে সরাসরি ও ৮ জন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে গোপালপুর থানা পুলিশ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!