আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে মানব হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

কে এম মিঠু :

Gopalpur-Tangail-Human Chain-Photo-KMM-24.05 (1)

গোপালপুর থানা মোড় চত্বরে ’জাস্টিস ফর রেজাউল করিম, জাস্টিস ফর এভরিওয়ান’ স্লোগানে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম, টাঙ্গাইলের দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দারসহ অন্যান্য অমানবিক হত্যাকান্ডের প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।

সোমবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর থানা মোড় চত্বরে ’জাস্টিস ফর রেজাউল করিম, জাস্টিস ফর এভরিওয়ান’ স্লোগানে গোপালপুরের সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলনের আয়োজন করে।

মানববন্ধনের সমন্বয়ক রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সঙ্গীতা আহমেদ জানান, আমার ইংরেজী ডিপার্টমেন্টের স্যার অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী ও গোপালপুরের দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দারসহ সাম্প্রতিক সময়ে যে সকল হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা নিয়ে এক ধরণের নাটকিয়তা চলছে। মাসের পর মাস পার হলেও বর্বোরোচিত এই ঘটনাগুলোর নিষ্পত্তির গড়িমসি আমাদেরকে আন্দাজ করিয়ে দিচ্ছে আমরা ঘুমিয়ে আছি। তাই বৃহত্তর স্বার্থে আন্দোলনের শিখা সমাজের সকল পরিসরে পৌঁছে দিতেই এই মানববন্ধনের আয়োজন।

মানববন্ধনে অংশ নেয়া স্কুল শিক্ষক শামীমা ইয়াসমীন ঝর্ণা কিছুটা ক্ষোভ নিয়ে বলেন, কোন ধর্মের সাথেই বাঙ্গালী সংস্কৃতিকে প্রতিপক্ষ করা যাবে না। আর এসব করে যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে দেশের প্রয়োজনে, মানবতার কল্যাণে সবাইকে সোচ্চার হতে হবে। আমরা নিজেদের জীবনের নিরাপত্তার পাশাপাশি সকল অন্যায়ের বিচার চাই।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ শামছুল হক বলেন, দেশ, ধর্ম আর বাঙ্গালী সংস্কৃতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা এখন দেশে বিদেশে সরব। দেশকে অরাজকতা বানাতে তারা নানা কৌশল অবলম্বন করছে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষসহ স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সচেতন করতেই আমি রাস্তায় দাড়িয়েছি। পরিস্থিতি বিবেচনায় আমরা কিছুটা থমকে যাচ্ছি এক জটপাকানো ব্যবস্থায়। নাগরিক নিরাপত্তাহীনতা এখন অভ্যস্ততায় পরিণত হচ্ছে। সরকারের কাছে আমার অনুরোধ, এই নোংরা বাস্তবতাকে ধূলিসাৎ করে সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা দিন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও স্কুল কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সকল মানব হত্যাকারীদের যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবীসহ সবাইকে নিজ নিজ এলাকা থেকে শুরু করে দেশের প্রতিটি অঞ্চলে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!