নিজস্ব সংবাদদাতা :
‘দূযোর্গে পাবো না ভয়, দূর্যোগকে আমরা করবো জয়’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে আজ ১০ মার্চ বৃহস্পতিবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশনেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, অফিস সহকারী মো. হারুন অর রশিদ, মো. আব্দুর রহিম, মো. ওয়াজকরণী প্রমুখ।