নিজস্ব সংবাদদাতা :
ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)র ৩দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় গত রোববার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করে বাপসা গোপালপুর উপজেলা শাখা।
এসময় সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেনসহ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সচিবরা অংশ গ্রহন করে।
সংগঠনের নেতারা জানান, ইউনিয়ন পরিষদের সচিবদের পদবি পরিবর্তন এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নতি করণ, বেতন-বোনাস, আনুতোষিক, ল্যামগ্রান্ট, শ্রান্তি বিনোদন ভাতাসহ শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান এবং তাদের পারিবারিক পেনশন সুবিধার দাবিতে এ আন্দোলন করছেন। সে ক্ষেত্রে সরকারের আশু দৃষ্টি কামনা করেন তারা।