নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণাধীন পাথালিয়া ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা, জনতা ব্যাংক লিমিটেড এর সিবিএ সভাপতি মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামের সহায়তায় ও গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আজ সোমবার ১ ফেব্রুয়ারি সকালে তার গ্রামের বাড়ি পাথালিয়ায় বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সোবহান তুলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরন করেন। এ উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার সমরেন্দ্রনাথ সরকার বিমল, ডিপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন, অর্থ কমান্ডার মো. সোলায়মান, মো. হুমায়ুন কবীর, বাহাজ উদ্দিন মেম্বার প্রমূখ। এসময় উপজেলার প্রায় তিন শতাধিক বীরমুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।