আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে ডিকেআইবি’র ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা :

Gopalpur-Tangail-DKIB- News-03-02-2016oc

৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম আলী মিঞা, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র গোপালপুর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, সহ-সভাপতি মো. ইদ্রিস হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, হামিদুল হক, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো. আবু কায়সার রাসেল, মো. আবদুল বাছেদ, মাহমুদ হোসেন, এস.এম. কুদরত আলী, মো. মোফাখখারুল ইসলাম প্রমুখ।
ডিকেআইবি’র নেতৃবৃন্দরা স্থানীয় সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩সালের ২৩ অক্টোবর তারিখে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল উন্নীতের ঘোষণা দেন। কিন্তু ৮ম জাতীয় বেতন স্কেলে তা বাস্তবায়িত না হওয়ায় সারা দেশের ডিপ্লোমা কৃষিবিদদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কৃষি কর্মমর্তা/সমমান পদধারীগণ মাঠ পর্যায়ে কর্মরত থেকে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে সময়োপযোগী কৃষি প্রযুক্তি কৃষকদের দৌড়গোড়ায় পৌছে দেয়ার কাজে ডিপ্লোমা কৃষিবিদগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাছাড়াও সার বিতরণ ব্যবস্থাপনা তদারকি, কৃষি উপকরণ কার্ড বিতরণ, কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রমের জন্য কৃষকদের ব্যাংক একাউন্ট খোলাসহ মাঠ পর্যায়ে কৃষি সম্পৃক্ত বৃহৎ জাতীয় কর্মসূচী বাস্তবায়নে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা অপরিসীম। তারা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!