গোপালপুরবাসী গ্রুপ গতবছর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়ে সফল হয়েছে। আপনাদের সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতায় পুরো উপজেলায় প্রায় সাতশত দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে পৌছে দিয়েছি শীতবস্ত্র। এবছরও আমরা এসব অসহায় মানুষদের জন্য কিছু করতে উদ্যোগ নিয়েছি। গোপালপুরবাসী গ্রুপ ফেসবুক ভিত্তিক একটি সামাজিক সংগঠন। আমরা বলতে আমি, আপনি সবাই। সবাই মিলে আমাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে এগিয়ে আসতে চাই শীতার্ত মানুষের একটু কষ্ট লাগবের জন্য।
গোপালপুরে যমুনা ভাঙন কবলিত এলাকার মানুষসহ আমার আপনার আশেপাশে অনেক গরিব মানুষ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। ইতিমধ্যে অনেকেই আমাদের কাছে এসে শীতবস্ত্রের আবদার করছে। তারা এলাকার রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধির আশায় নয়, আমার আপনার সামান্য সহযোগিতার আশা করছে।
আসুন, সবাই মিলে চেষ্টা করি। শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়।
সবাইকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ করছি। সবাই এগিয়ে আসুন। আপনার সামান্য ত্যাগের বিনিময়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাবে একজন অসহায় মানুষ, একটি দরিদ্র পরিবার।
আপনাদের পাঠানো আর্থিক সহযোগিতার হিসাব ১০০ ভাগ স্বচ্ছতার জন্য সকল আপডেট গ্রুপে প্রকাশ করা হবে। ধন্যবাদ সবাইকে। জয় হোক মানবতার।
আর্থিক সহযোগিতা পাঠাতে-