আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


আসুন অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াই

ফজলুল হক :
12471427_919802234772492_2044152878141058966_o
আমরা যারা শহরে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে গ্রামের মানুষ কাপছে পৌষ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের। আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছেন তখন এসব শীতার্ত মানুষগুলো কিন্তু তখনো আপনার অপেক্ষায় আছে। আশায় আছে, সমাজের স্বচ্ছল বিত্তবানরা তাদের পাশে দাড়াবেন, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন।

গোপালপুরবাসী গ্রুপ গতবছর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়ে সফল হয়েছে। আপনাদের সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতায় পুরো উপজেলায় প্রায় সাতশত দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে পৌছে দিয়েছি শীতবস্ত্র। এবছরও আমরা এসব অসহায় মানুষদের জন্য কিছু করতে উদ্যোগ নিয়েছি। গোপালপুরবাসী গ্রুপ ফেসবুক ভিত্তিক একটি সামাজিক সংগঠন। আমরা বলতে আমি, আপনি সবাই। সবাই মিলে আমাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে এগিয়ে আসতে চাই শীতার্ত মানুষের একটু কষ্ট লাগবের জন্য।

গোপালপুরে যমুনা ভাঙন কবলিত এলাকার মানুষসহ আমার আপনার আশেপাশে অনেক গরিব মানুষ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। ইতিমধ্যে অনেকেই আমাদের কাছে এসে শীতবস্ত্রের আবদার করছে। তারা এলাকার রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধির আশায় নয়, আমার আপনার সামান্য সহযোগিতার আশা করছে।

আসুন, সবাই মিলে চেষ্টা করি। শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়।

সবাইকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ করছি। সবাই এগিয়ে আসুন। আপনার সামান্য ত্যাগের বিনিময়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাবে একজন অসহায় মানুষ, একটি দরিদ্র পরিবার।

আপনাদের পাঠানো আর্থিক সহযোগিতার হিসাব ১০০ ভাগ স্বচ্ছতার জন্য সকল আপডেট গ্রুপে প্রকাশ করা হবে। ধন্যবাদ সবাইকে। জয় হোক মানবতার।

আর্থিক সহযোগিতা পাঠাতে-

সাংবাদিক কেএম মিঠু (এডমিন) ০১৭৬৪-৯২৭০৩৩ (বিকাশ)
ফজলুল হক (এডমিন) ০১৭১৯-৭৫৫১৬২ (বিকাশ)
ব্যাংকে পাঠাতে :
Md. Fazlul Haque
A/C No : 2101658026001
The City Bank Limited

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!