নিজস্ব সংবাদদাতা :
গোপালপুরে পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মেয়র পদে নৌকার কান্ডারি হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রকিবুল হক ছানা (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. বেলায়েত হোসেন (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা আব্বাছ আলি (হাত-পাখা) প্রতীক পেয়েছেন।