নিজস্ব প্রতিবেদক :
‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৫ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র উদ্যোগে আজ বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রক গোপালপুর শাখার উদ্যোগে দুপুর ১টায় সূতী ভি এম মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানাব্রীজ চতত্ত্বরে দূর্নীতিবাজ-ঘুষ খোর এর কুশপুত্তলিকাদাহ করে।
পরে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. আবদুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারি পরিচালক মো. আমির হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক মো. আবদুল মোত্তালেব, সদস্য সচিব আলহাজ্ব মো. শামছুল হক, সদস্য অধ্যাপক হাবিবুর রহমান, গুলসান আরা নিপা, সাবেক সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, সাংবাদিক সাইফুল ইসলাম, কে এম মিঠু প্রমুখ।