নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের পৃথক স্থানে গতকাল ৭ ডিসেম্বর সোমবার অভিযান চালিয়ে র্যাব-১২ ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এঘটনায় গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে।
গোপালপুর থানার এসআই মো. আবদুল হান্নান জানান, র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ডিএডি হিরণ্য কুমার দাসের নেতৃত্বে র্যাবের একটি দল পৌরশহরের সুন্দর গ্রাম হতে মতিয়ার রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মো. রজব আলি (৩৫) কে ৫৫পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল এবং দক্ষিণ গোপালপুর চরপাড়া গ্রাম হতে প্রয়াত মোজাফফর আলির ছেলে ও মাদক ব্যবসায়ী মো. একাব্বর আলি (৩৬) কে ২০পিস ইয়াবা ও ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে।
এঘটনায় র্যাব বাদি হয়ে গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। (মামলা নং-০৭, তারিখ : ০৭ ডিসেম্বর ২০১৫ইং)।