নিজস্ব সংবাদদাতা:
পৌরসভা নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা স্বতন্ত্র হতে মেয়র প্রাথী ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক (৪০) গতকাল শনিবার বিকেল ৫টা ১০মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
জানা যায়, তিনি নির্বাচনী প্রচারণা শেষে আজ শনিবার বিকেলের দিকে বাড়ি ফিলে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে দ্রুত তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খায়রুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যু রহস্যজনক দাবী করলে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।