নিজস্ব সংবাদদাতা :
সারা দেশের ন্যায় বেতন বৈষম্যসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা উত্তোলন করে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
১১টার দিকে গোপালপুর থানার সামনে মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা উত্তোলন করে মানববন্ধন কর্মসূচী পালন ও সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ফারিয়া গোপালপুর শাখার সভাপতি মো. আতাউর রহমান. সাধারণ সম্পাদক মো. শাহনূর আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মহসিন বাবু ও সাংগঠনিক সম্পাদক মইন বাবু, প্রচার সম্পাদক মো. হান্নান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসূমুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।