নিজস্ব সংবাদদাতা:
যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে থানা ব্রীজ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জুব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নগদাশিমলা ইউপি চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা এম হোসেন আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেব ব্রত দেব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, আলমনগর ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন প্রমুখ।