নিজস্ব সংবাদদাতা :
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানের বিশেষ কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর ব্লকের খানপাড়া গ্রামে রাস্তার দু’পাশে ২শত তালের বীজ রোপণ করা হয়।
এসময় সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার বীরমুক্তিযোদ্ধা মো. হায়দর আলী, ডিকেআইবি গোপালপুর শাখার সভাপতি ও উক্ত ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, উপ-সহকারি কৃষি অফিসার শ্রী ইন্দ্রজিত দাস, মো. আসাদুজ্জামান, মো. আবু কায়সার রাসেল, সফল কৃষাণী সেলিনা বেগমসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।