নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুরের জনতা পেপার হাউজের এজেন্ট ও দৈনিক দিনকালের গোপালপুর প্রতিনিধি গোপালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাজী আবদুস সালামের মা ছাহেরা খানম (১০০) আর নেই। তিনি বার্ধক্য জনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে গতকাল ২৭ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে পৌরশহরের নন্দনপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২পুত্র ও ৩কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওই দিন বাদ যোহর গোপালপুর কলেজ মাঠে প্রথম ও আলমনগর ইউনিয়নের মাদারজানী মসজিদ প্রাঙ্গণে বাদ আসর দ্বিতীয় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।