নিজস্ব সংবাদদাতা :
ক্যাটালিস্ট–হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন প্রোগ্রামের আওতাধীন উপজেলা পর্যায়ে ল্যান প্রকল্প অবহিতকরণ এবং উপজেলা ব্যবসায়ী সংগঠনের সাথে প্রকল্পের সমঝতা স্মারক স্মাক্ষর অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা কৃষি উপকরণ ব্যবসায়ি সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারি কৃষি সম্পসারণ অফিসার হায়দার আলী, ব্যবসায়ী রেজাউল করিম ফিরোজ প্রমুখ।
গোপালপুর উপজেলা কৃষি উপকরণ ব্যবসায়ি সমিতির সম্পাদক রফিকুল ইসলাম মুকুলের সঞ্চালনায় বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রকল্পের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আশরাফুল ইসলাম।